তৈরি হচ্ছে ২০ বছরের পরিকল্পনা :সিকৃবিতে নতুন ভাইস চ্যান্সেলরের মত বিনিময়

সিকৃবিতে নতুন ভিসির সাথে মত বিনিময়

সিকৃবিতে নতুন ভিসির সাথে মত বিনিময়

কৃষি সংবাদ ডেস্কঃ

সিকৃবিতে নতুন ভিসির সাথে মত বিনিময় ঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ মতিয়ার রহমান হাওলাদার। সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে ভাইস চ্যান্সেলরের সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েবের সঞ্চলনায় এ সভাগুলো অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

প্রথমদিনই ভাইস চ্যান্সেলর ডিনবৃন্দ, প্রফেসরবৃন্দ, একাডেমিক বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সহযোগী প্রফেসরবৃন্দ, সহকারী প্রফেসরবৃন্দ এবং লেকচারারদের সাথে সভা করেন। পরদিন দপ্তরপ্রধানবৃন্দ, ডেপুটি এবং সহকারী রেজিস্ট্রার ও পরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আগামী ২০ বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *