আলপনায় রঙিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

আলপনায় রঙিন পটুয়াখালী
আলপনায় রঙিন পটুয়াখালী

মোঃ ইমরুল হাসান, পবিপ্রবি প্রতিনিধিঃ
আলপনায় রঙিন পটুয়াখালী ঃঅপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দক্ষিনবঙ্গের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা পবিপ্রবি। এ যেন কোলাহলমুক্ত গ্রামবাংলার নৈসর্গিক সৌন্দর্যের আবাসভূমি। তাইতো দক্ষিনবঙ্গের সেরা এ বিদ্যাপীঠ প্রকৃতিপ্রেমী মানুষের জন্য অনন্য দর্শর্নীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ক্যাম্পাসটি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা উপলক্ষে বিচিত্র রঙ তুলির আঁচড়ে আরো রঙিন হয়ে ওঠে। শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ ও অংশগ্রহনে চিত্রায়িত হয় প্রায় ১ কিলোমিটার র্দীর্ঘ আলপনা। ঐতিহ্যের ধারাবাহিকতায় বিগত বছরের ন্যায় এবার আলপনা আঁকা হয়েছে। দৃষ্টিনন্দন এ আলপনা পবিপ্রবির মূল ফটক থেকে প্রশাসনিক ভবন,জয় বাংলা,একাডেমিক ভবন হয়ে চলে যায় টিএসসি পর্যন্ত।

আলপনায় রঙিন  PSTU

আলপনা আঁকায় ক্যাম্পাসের প্রায় এক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সারাদিন রাত চলে আলপনা আঁকার কাজ। আলপনা আঁকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এতে অংশ নেওয়া মাৎস্যবিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী তাহরিম হাবিব উম্মি বলেন, আলপনা আকার সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে। এছাড়াও কিছু শিক্ষার্থী অভিযোগ করে বলেন বিশ^বিদ্যালয় প্রশাসন থেকে আমরা কোন ধরনের সহযোগিতা পাইনি। প্রশাসন থেকে সহযোগিতা পেলে আগামীতে আরো কিছু করা সম্ভব হবে। এদিকে আলপনার রঙে রঙিন ক্যাম্পাসটি দেখতে ইতোমধ্যে ভিড় করছে দর্শনার্থীরা। শোয়েব মর্তুজা নামে পটুয়াখালী থেকে আসা এক দর্শনার্থী বলেন, ক্যাম্পাসটি দেখতে অনেক সুন্দর আর আলপনার রঙে রঙিন পবিপ্রবি ক্যাম্পাসটি আরো মুগ্ধ করলো।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *