মোঃ ইমরুল হাসান, পবিপ্রবি প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। পরে ‘জয় বাংলার’ পাদদেশ থেকে ভাইস-চ্যান্সেলরে নেতৃত্বে এক মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সকাল সাড়ে ১০ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক আর্পণ করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর,বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভস্টবৃন্দ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। পরে শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। এ সময় তিনি বুদ্ধিজীবি হত্যাকান্ডের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, বুদ্ধিজীবিদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল পাকহানাদার বাহিনী। কিন্ত একটি যুদ্ধ বিজয়ী জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পবিপ্রবিতে রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।