কৃষিসংবাদ ডেস্কঃ
সিকৃবির ভিসির শ্রদ্ধা ঃ বিজয়ের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলন প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
রাত বারটার আগেই প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে জড়ো হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঠিক ১২টা ১মিনিটে ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ১৬ ডিসেম্বর বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। ৪৭ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিলো বিজয়ী বাঙালির সামনে।