শেকৃবিতে নবীনবরণ ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

শেকৃবিতে নবীনবরণ

শেকৃবিতে নবীনবরণ

মো. বশিরুল ইসলাম ,শেকৃবি থেকে
শেকৃবিতে নবীনবরণ :পশুর চিকিৎসাসেবায় নিজেদের উৎসর্গ করতে ভেটেরিনারি সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। তিনি বলেছেন, ভেটেরিনারি সার্জনদের অবহেলা কারনে একটি পশুরও যেন মারা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পশুর চিকিৎসায় সার্জনদের আরও বেশি আত্মনিয়োগ করতে হবে। গ্রামে থাকতে হবে। আপনাদের মনে রাখতে হবে, খেটে-খাওয়া মানুষের পরিশ্রমেই অপনাদের বেতন-ভাতা হয়। তাই তাদের প্রতি আপনাদের আরও আন্তরিক হতে হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণ ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ভবিষৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। উন্নতমানের গবেষনা তৈরি করতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার, এসিআই ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফরেজুল হক আনসারি। ড. কে বি এম সাইফুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা সবাই মেধাবী। মেধার সঠিক চর্চা ও নিয়মিত অধ্যাবসায় যদি কেউ না করে তাহলে সেই মেধার মূল্য থাকে না। শ্রেষ্ঠত্ব অর্জন করা সবার ভাগ্যে জুটে না। তারাই শ্রেষ্ঠত্ব অর্জন করে যারা অনেক বেশি পরিশ্রম করে। তবে শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত না হলে এসব পুরষ্কারের কোন দাম নেই। শুধু নিজের জন্য নয় সাধারণ মানুষের জন্য এ মেধার বিকাশ ঘটাতে হবে। পরে অনুষদের শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন:
লেভেল-৫ থেকে (৭ জন): নিপু সেন, আল-ওয়াসিফ, মোসা. মায়েদা পারভিন, শামিমা আহমেদ, মো: ইমরান হোসেন, মো. আবদুর রায়হান রাতুল, শিখা সরকার
লেভেল ৩ থেকে (৮ জন): মোছাঃ আকলিমা খাতুন, তানজিলা রহমান, তায়েবা জান্নাত, তানজিনা আক্তার, শাহনাজ আলম সানী, মো. মহিউদ্দিন, নাজমুন্নাহার নিসা, মো: জিসান আহমেদ
লেভেল-২ থেকে (১জন): হাফসা হোসাইন
লেভেল-১ থেকে (২জন): মুহতাদি মোঃ ওয়ালীউল্লাহ, আসিং ইয়াং মারম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *