শেরপুরের নকলায় সরিষা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত

সরিষা প্রদর্শনীর উপর মাঠ দিবস

মো. মোশারফ হোসেন, শেরপুর:
সরিষা প্রদর্শনীর উপর মাঠ দিবস ঃ শেরপুর জেলার নকলা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাঠাকাটা ইউপির রুণিগাঁও ব্লকের রুণিগাঁও গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনসহ অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পরিচালক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. রেজাউল করিম, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, সারোয়ার জাহান শাওন, এমএ সামাদ, সাইলামপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম, মোস্তফা কামাল, রেজাউল করিমসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *