অভিন্ন শিক্ষক নিয়োগ-পদোন্নতি নীতিমালা প্রত্যাখান পবিপ্রবি শিক্ষক সমিতির

অভিন্ন শিক্ষক নিয়োগ

মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধি

অভিন্ন শিক্ষক নিয়োগ : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নীতিমালার খসড়া প্রত্যাখ্যান করেছে পটুয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি।

গতকাল বুধবার এক জরুরি সভায় সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী  এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নীতিমালা প্রত্যাখান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জাতীয় ও অনলাইন  গনমাধ্যমে প্রকাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালাটি চূড়ান্ত হয়েছে বলে আমরা অবগত হয়েছি। উক্ত নীতিমালাটি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ন,অগ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সাথে সাংঘর্ষিক মনে হওয়ায় পবিপ্রবি শিক্ষক সমিতি এর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অযৌক্তিক  নীতিমালাটি অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য পবিপ্রবি শিক্ষক সমিতি আগামী ১ই সেপ্টেম্বর বেলা ১২ টায় সকল শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *