আর্থিক খাতের স্বচ্ছতার উপর দেশের অগ্রগতি নির্ভরশীল ঃ সিকৃবি ভিসি ড. মতিয়ার

আর্থিক খাতের স্বচ্ছতার

আর্থিক খাতের স্বচ্ছতার

কৃষি সংবাদ ডেস্কঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন,“ আর্থিক খাতের স্বচ্ছতার উপর প্রতিষ্ঠান তথা দেশের অগ্রগতি নির্ভরশীল। দেশের উন্নয়ন সাধন করতে হলে ব্যক্তিগত সৎ ও পরিশীল হতে হবে।” ৩ নভেম্বর রবিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মকর্তাদের ‘হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবু সাঈদের উপস্থাপনায় এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. রোমেজা খানম, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোহাম¥দ নূর হোসেন মিঞা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। উল্লেখ্য দুইদিন ব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়য়ের ৩০জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *