শেকৃবিতে এএসভিএম অনুষদের অরিয়েন্টেশন ও ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

এএসভিএম অনুষদের অরিয়েন্টেশন

মেহেদী হাসান নান্নু, শেকৃবি থেকে:

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় পুরাতন শিক্ষার্থীরা। এরপর এএসভিএম অনুষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে শেকৃবির এএসভিএম অনুষদের ১৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেনঃ লেভেল-৫ থেকে মোঃ জহির উদ্দিন রুবেল, তাহমিনা সিকদার ও ফাল্গুনী দাদক লেভেল-৪ থেকে নিপু সেন, আল-ওয়াসেফ, মোসাঃ মায়েদা পারভীন ও সাদিক আহমেদ লেভেল-৩ থেকে শারমিন খাতুন, জান্নাতুল নাইম, মোঃ রহমত উল্লাহ, শাহাদাত হোসেন পারভেজ, সেলিম ফরহাদ শিহাব ও মনিরা ইয়াছমিন লেভেল ২ থেকে তানজিলা রহমান ও লেভেল ১ থেকে হাফসা হোসাইন এবং মাকসুদা তাসলিমা।

ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান জানান, “তুরস্কে সরকারিভাবে আগামী বছর থেকে প্রতিবছর কৃষিতে ৫ জন স্মাতক ডিগ্রিধারীদের পিএইচডির জন্য ফুল স্কলারশীপ দেওয়া হবে”। তিনি আরও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণ ঘটেছে কিন্তু বর্তমানে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরলভাবে কাজ করে যাচ্ছে”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, রেনেটা লিমিটেডের এনিম্যাল হেল্থ ডিভিশনের প্রধান মোঃ সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেকৃবির উপাচার্য বলেন, “দেশ-বিদেশের গবেষক ও বিজ্ঞানীদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী শেকৃবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গ্রহণযোগ্য ও যুগোপযোগী বি.এস.সি. ভেট. সায়েন্স এন্ড এ.এইচ. ডিগ্রি দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ও প্রশংসা করছে এবং এ অনুষদের শিক্ষার্থীরা প্রাণীসম্পদ সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শেকৃবির উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক আবদুল মান্নানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শেকৃবিতে তিন বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রদানের জন্য ইউজিসির দৃষ্টি আকর্ষন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *