কৃষি সংবাদ ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে সকাল ৯.০০ টায় র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে । সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চঃদাঃ) মোঃ শাহরিয়ার কবির। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আফতাব আলী। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এই দিনে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান।