কেআইবিতে প্রাক-বাজেট আলোচনা: আসন্ন বাজেট ও কৃষিখাত শীর্ষক

আসন্ন বাজেট ও কৃষিখাত শীর্ষক

কৃষিবিদ এম আব্দুল মোমিন

আসন্ন বাজেট ও কৃষিখাত শীর্ষক

জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর উদ্যোগে আগামী রোববার সন্ধ্যায় কেআইবি’র ত্রিডি সেমিনার হলে প্রাক-বাজেট আলোচনা-২০১৭ ঃ আসন্ন বাজেট ও কৃষিখাত শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। বেসরকারী সংস্থা ক্যাটালিস্টের সহযোগিতায় আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক ও কেআইবির সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম। কেআইবির সভাপতি এএমএম সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মোঃ ইব্রাহীম খালেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আইনুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ কুদরত-ই-গনী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কেআইবির মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স ও স্বাগত বক্তব্য রাখবেন ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার জিবি বানজারা। উল্লেখ্য, বাজেটে কৃষি খাতের বরাদ্দ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে পেশাজীবি সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রতিবছরই এই ধরনের আলোচনা সভার আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *