পিসিআর মেশিন
কৃষি সংবাদ ডেস্কঃ
এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্তকরণের জন্য একটি রিয়েল-টাইম পিসিআর মেশিন দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (০৫.০৫.২০২০) সকাল ১০টায় সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. এম. শামীম হাসান-এর কাছে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিনটি হস্তান্তর করেন।
এর আগে গত ২৯ এপ্রিল একই উদ্দেশ্যে সিভাসু কর্তৃপক্ষ শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর-কে একটি রিয়েল-টাইম উক্ত মেশিন দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে সিভাসু কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্তকরণ কার্যক্রমও শুরু করে। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) কর্তৃক সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে সিভাসু’র ল্যাবরেটরিতে।