চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার দেওয়ান আবুল খায়েরের মৃত্যুবার্ষিকী আজ

দেওয়ান আবুল খায়েরের মৃত্যুবার্ষিকী

দেওয়ান আবুল খায়েরের মৃত্যুবার্ষিকী

কৃষি সংবাদ ডেস্কঃ

আজ থকে বিশ বছর আগে ঠিক এই দিনে তথা ১৯৯৮ সনের ৪ঠা ফেব্রুয়ারি চাঁদপুরের এক কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, গ্রীন টেক্সটাইল এর সত্ত্বাধিকারী আলহাজ্ব দেওয়ান আবুল খায়ের ইহধামের মায়া ত্যাগ করে মাত্র ৬৮ বৎসর বয়সে পরলোকগমন করেন। তাঁর স্মৃতির স্মরণে চাঁদপুর ও ঢাকায় দেওয়ান আবুল খায়ের ফাউন্ডেশন এর উদ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তাঁর অমর কৃত্তিসমূহের স্বীকৃতিস্বরূপ চাঁদপুর পৌরসভা শহরের একটি রাস্তার নামকরণ করেছেন দেওয়ান আবুল খায়ের সড়ক। তিনি রাজনৈতিক জীবনে চাঁদপুরের আর এক কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন তাঁর অন্যতম বন্ধু।

তাঁর একমাত্র পুত্র এডভোকেট জামিল হায়দার বুলবুল চাঁদপুরের অন্যতম আইনজীবী এবং পৈত্রিক প্রতিষ্ঠান গ্রীন টেক্সটাইলের পরিচালক। তাঁর ছয় কন্যা ও জামাতাগণ সকলেই যার যার অবস্থানে প্রতিষ্ঠত। মৌল্ভী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক মহাসচিব ও বিশিষ্ট শিল্পপতি জনাব শহিদুল্লাহ পাটোয়ারী, তাঁর বড় জামাতা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মোঃ হাবিবুল্লাহ মজুমদার তাঁর দ্বিতীয় জামাতা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক কৃষিবিদ মোঃ শামছুজ্জামান তাঁর ত„তীয় জামাতা। দেশের শতকৃষিবিদদের অন্যতম কৃষিবিদ ড. মোঃ আবদুল মান্নান তাঁর চতুর্থ জামাতা। মীরপুর গুডস্মাইল ডেন্টাল ক্লিনিক এর স্বত্বাধিকারী ডাঃ সফিউজ্জামান তাঁর পঞ্চম জামাতা এবং মেঘনা গ্রুপের বৈদেশিক লিয়াজো অফিসার জনাব মোঃ নুরুল আলম তাঁর ৬ষ্ঠ জামাতা।

তিনি পর পর ২৮ বৎসর চাঁদপুর পৌরসভার কমিশনার ছিলেন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিদ্যুতসাহী, সভাপতি ইত্যাদি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অন্যতম অমর কৃত্তি হচ্ছে চাঁদপুরে তিন দিন ব্যপী ইসলামী মাহফিল, যা আজও তাঁর স্মরণে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বৎসর।

তাঁর এই ২০তম পরলোকগমন দিবসে তাঁর সন্তান-সন্ততি ও ঘনিষ্ঠজনেরা মরহুমের পরকালীন শান্তির জন্য সকলের কাছে দোয়াপ্রাথী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *