নকলায় মৎস্য চাষীদের মাঝে মাছ ধরার উপকরণ বিতরণ

মাছ ধরার উপকরণ

মাছ ধরার উপকরণ

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার সিআইজি সমিতি ভুক্ত মৎস্য চাষীদের মাঝে মাছ ধরার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩ ফেব্রুয়ারি সোমবার মৎস্য অফিসের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছ ধরার উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস মোহাম্মদ চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ।

এসময় সহকারী মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ক্ষেত্র সহকারী হাফিজ উদ্দিন, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রজেক্ট এর উপজেলা মৎস্য ক্ষেত্রসহকারী আরাফাতুল ইসলাম, ইউনিয়ন ক্ষেত্রসহকারী রাকিবুল ইসলাম সিহাব ও সুমনা আক্তার রিয়াসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত সিআইজি ভুক্ত সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নকলা উপজেলাধীন ৯টি ইউনিয়নের ১৮টি সিআইজি ভুক্ত মৎস্য প্রতি সমিতিতে ১৯৫ হাত করে বেড়জাল ও প্লাস্টিকের মোটা রশি বিতরণ করা হয়েছে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *