মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
স্বেচ্ছা শ্রমে ধান কেটে : শেরপুরের নকলায় “নকলা অসহায় সহায়তা সংস্থা” ও “ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থা” নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন।
সোমবার দিনব্যাপী উপজেলার জালালপুর এলাকার কৃষক খোকা মিয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে দেন নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদ, সদস্য সৈনিক, সজীব, উজ্জল, মিলন, আবির, জহুরুল, সাগর, আর-রহমান, আকিদুল, আশিক, আসিফ ও সৌরভসহ অন্যান্যরা এবং ভূরদী মরাকান্দা গ্রামের কামালের ৩৫ শতাংশ জমির বোরো ধান কেটে দেন ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার সদস্যরা।
স্বেচ্ছাসেবী উভয় সংস্থার সদস্যরা জানান, এবার শ্রমিক সংকট থাকায় এবং ধানের দাম কম হওয়ায় প্রান্তিক কৃষকরা ধান কাটতে পারছেন না। তাই তারা প্রতিদিন অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ জমির ধান স্বেচ্ছা শ্রমে ধান কেটে দিচ্ছেন।