পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মোঃ ইমরুল হাসান, পবিপ্রবি প্রতিনিধি :
ভর্তি পরীক্ষা সম্পন্ন : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন কেন্দ্রসহ জনতা কলেজ, দুমকি এ.কে মাধ্যমিক বিদ্যালয়, দুমকি এন.কে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দেবীরচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ৫৬০ আসনের বিপরীতে গড়ে ১২ জন করে মোট ৬ হাজার ৪’শ ৩১ জন শিক্ষার্থী আবেদন করেন। তার মধ্য থেকে বাছাই করে ৫ হাজার ৬শত শিক্ষার্থীকে পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হয়।

সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে পবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসময় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা আজ (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *