পরিকল্পনা কমিশনের প্রধানের মসলা গবেষণা কেন্দ্র পরিদর্শন

মসলা গবেষণা কেন্দ্র

ড.এ.কে,এম,খালেকুজ্জামান,বগুড়া থেকেঃ
মশলা গবেষণা ভিজিট

গত ২৫/০৩/২০১৬ খ্রি: তারিখ  সরদার ইলিয়াস হোসেন, পরিকল্পনা কমিশন এর কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (Chief) , বাংলাদেশকৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন,  মসলা গবেষণা কেন্দ্র , শিবগঞ্জ, বগুড়া পরিদর্শন করেন। এ সময় অত্র কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সহ সকল বিজ্ঞানী এবংটিসিআরএসসি ও সগবি, বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাননীয় অতিথিবৃন্দ কেন্দ্রের গবেষণা মাঠ পরিদর্শণ করেন, অতপর ডিসপ্লে স্টলে স্থাপিত মসলা গবেষণা কেন্দ্র হতে উদ্ভাবিত ওমুক্তায়িত মসলা ফসলের বিভিন্ন জাতের নমুনা ও বীজের প্রদর্শনী পরিদর্শন করেন। স্টল পরিদর্শনের পর বারি’র মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল,  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি সমুহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। অতপর অত্র কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃকলিম উদ্দিন চলমান গবেষণা কার্যক্রমসহ বিভিন্ন মসলা জাতীয় ফসলের গুরত্ব, আমদানী ও রপ্তানীর তথ্য, এবং মসলা গবেষণা কেন্দ্র হতে উদ্ভাবিত মসলা ফসলের বিভিন্ন জাত ও অন্যান্য প্রযুক্তি মাল্টিমিডিয়ার মাধ্যমেউপস্থাপন করেন। মাননীয় অতিথিবৃন্দ মসলা গবেষণা কেন্দ্রের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরত্ব আরোপ করেন, পরামর্শ প্রদান করেন ও সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। ভবিষ্যতে আবারও মসলাগবেষণা কেন্দ্রসহ অন্যান্য আঞ্চলিক ও উপকেন্দ্র পরিদর্শনের আশাবাদ ব্যক্তকরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *