বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠা দিবস পালিত

২১তম প্রতিষ্ঠা দিবস

২১তম প্রতিষ্ঠা দিবস

কৃষি সংবাদ ডেস্কঃ

বর্ণিল আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে গতকাল ২৭ নভেম্বর’১৯ তারিখ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উদযাপন করলো তার ২১তম প্রতিষ্ঠা দিবস। এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তৃতায়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং শ্রেষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি সুখবর জানিয়ে বলেন, আগামী বছর ২০২০ সালের মার্চ মাসে সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ যথাযথভাবে পালন করার পাশাপাশি ইউনেস্কো ও বাংলাদেশ সরকার যৌথভাবে মুজিববর্ষ পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী প্রজন্মকে নেতৃত্ব গ্রহণে এগিয়ে আসার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া তাঁর সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর রাজনীতির ইতিহাসে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের শ্রেষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি পড়াশুনা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানান। আলোচনা সভায় পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা স্বাগত বক্তব্য প্রদান করেন।
সন্ধ্যায় বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *