বরিশালে লেবুজাতীয় ফসল উৎপাদনের ওপর কর্মশালা অনুষ্ঠিত

লেবুজাতীয় ফসল উৎপাদনের

লেবুজাতীয় ফসল উৎপাদনের


নাহিদ বিন রফিক (বরিশাল):

লেবুজাতীয় ফসল উৎপাদনের : লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা আজ নগরীর ব্রি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ডিএই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (সরেজমিন উইং) একেএম মনিরুল আলম। তিনি বলেন, লেবুজাতীয় ফসল কতটা উপকারি তা করোনাকালিন সময়ই বুঝা যাচ্ছে। এর গুণাগুণ অনেক। তাই পৃথিবীর অন্যান্য স্থানের মতো আমাদের দেশেও রয়েছে যথেষ্ট চাহিদা। সে কারণে দক্ষিণাঞ্চলের বিস্তৃর্ণ এলাকায় লেবুজাতীয় ফলের আবাদ বাড়ানো দরকার। আর এর মাধ্যমেই স্থানীয়ভাবে পুষ্টির যোগান বাড়বে। পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা।
ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. ফারুক আহমদ এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, মাদারিপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহিদুল আলম।
দুমকির উপজেলা কৃষি অফিসার মেহের মালিকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক চিন্ময় রায়, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত শিকদার, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, নাজিরপুরের উপজেলা কৃষি অফিসার দিগ বিজয় হাজরা, কাঁঠালিয়ার উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, মেহেন্দিগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. হারুন-অর-রশিদ, ভান্ডারিয়ার উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, গৌরনদীর উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, মঠবাড়িয়ার উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন প্রমুখ।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সারাদেশে ১শ’ ২৩ টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম চলমান আছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অতিরিক্ত পরিচালকের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদপত্র তুলে দেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *