বাউরেস এর বার্ষিক গবেষণা অগ্রগতি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে দুদিনব্যাপী বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) ২০১৬-১৭ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয় ।
সম্মেলনে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এইচএম মোস্তাফিজুর রহমান,বাকৃবি এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দীন খান, বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড.মোঃ কবির ইকরামুল হক, ইউনিভার্সিটি অব ওয়েস্ট্রান অস্ট্রেলিয়া এর প্রফেসর ড. উইলিয়াম ইরাসকিন,কান্ট্রি ডিরেক্ট্রর ওয়ার্ল্ড ফিশ সেন্টার ড.ম্যালকম ডব্লিও ডিকসন এবং মিল্কভিটা এর ব্যাস্থাপনা পরিচালক ড. মোঃ আতাহার আলী। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-গবেষক ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, এইচ ইনডেক্স ওপর ভিত্তি করে সেরা ৫ জন গবেষককে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।
সেরা ৫ গবেষক হলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (স্কোর ১৯.৫), ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ (স্কোর ১৮), মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম (স্কোর ১৭.৫), ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম (স্কোর ১৬) ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ আনোয়ার হোসেন (স্কোর ১৫.৫)।
উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ৩০ শে আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাউরেসের হাত ধরে বাকৃবিতে ২০৬৪ টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও বর্তমানে ৫২৬টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে ।