বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবিতে) আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা

আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৭ ফ্রেবুয়ারি সোমবার সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের । আবৃত্তি প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে প্রথম হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।
উদ্বোধনের সময় উপাচার্য বলেন, ‘শিক্ষার সাথে সাহিত্য অঙ্গা-অঙ্গিভাবে জড়িত। সাহিত্যের অন্যতম একটি বিষয় হচ্ছে কবিতা। কবিতা মনকে প্রফুল্ল করতে পারে। কবিতার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা যায়। আমাদের দেশের সব আন্দোলনেই কবিতার যথেষ্ঠ ভূমিকা ছিল।’
উল্লেখ্য, দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৭ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *