বাগেরহাটে ফকিরহাটে নিরাপদ সব্জি ও ফল বিক্রয়কেন্দ্রের উদ্বোধন

নিরাপদ সব্জি

নিরাপদ সব্জি
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটে নিরাপদ সব্জি ও ফল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ফকিরহাট উপজেলার হোচলা এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ( পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো: নূরুল হক।

পরে নিরাপদ সব্জি ও ফল বিক্রয় কেন্দ্রের সামনে বাগেরহাট জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক  রঘুনাথ করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক মো: মতিউর রহমান,

 বাগেরহাট জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়, নিরাপদ উদ্যানতাত্তিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (ওএফএসএসআই) প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: সাহিনুল ইসলাম, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাসরুল মিল্লাত, কুষক নাসির শেখ প্রমুখ।

নিরাপদ উদ্যানতাত্তি¡ক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (ওএফএসএসআই) অধিনে ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মান করা হয়।
পরে অতিথিবৃন্দ স্থানীয় কৃষক-কৃষানীদের মাঝে জৈব বালাইনাশক সামগ্রী বিতরণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *