বারি’তে ডাল ফসলের জাত উন্নয়ন বিষয়ক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

ডাল ফসলের জাত

ডাল ফসলের জাত

কৃষি সংবাদ ডেস্কঃ
ডাল ফসলের জাত ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুরের উদ্যোগে ‘খেসারী, মাসকলাই ও ফেলনের জাত উন্নয়ন, বীজ উৎপাদন এবং সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচীর’ বাৎসরিক গবেষণা পর্যালোচনা ও ভবিষৎ কর্ম পরিকল্পনা কর্মশালা ২০১৯ আজ ০৬ নভেম্বর বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বারি’র বিভিন্ন কেন্দ্র, উপ-কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


সকালে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বারি’র পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) রইছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র সাবেক পরিচালক ড. মুহাম্মদ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক এবং ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ওমর আলী।

কর্মশালার উদ্বোধনকালে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ডাল ফসলের উৎপাদন বাড়াতে হবে। আর এ উৎপাদন বাড়ানোর জন্য আমাদের দেশে যেসব ডাল ফসল অধিক উৎপাদন হয় তার পাশাপাশি যেসব ডাল ফসলের চাষাবাদ কম সেগুলোর উৎপাদন বাড়াতে হবে। কারণ এসব ডাল ফসলগুলোতেও পুষ্টির পরিমাণ অধিক হারে রয়েছে। একই সাথে আমাদের পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করে যেতে হবে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে এসব ডাল ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে হবে।

কর্মশালার কারিগরি সেশনে ‘খেসারী, মাসকলাই ও ফেলনের জাত উন্নয়ন, বীজ উৎপাদন এবং সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচী’র আওতায় বিগত বছরে এ সমস্ত ডাল ফসল চাষের বিভিন্ন দিক এবং ভবিষৎ পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *