কৃষি সংবাদ ডেস্কঃ
মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ঃ গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৯ প্রদান করা হয়েছে। গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ পদক দেয়া হয়।
গতকাল ১৭ জুন ২০১৯ সন্ধ্যায় ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল রুপসী বাংলায় আয়োজিত এক অনুষ্ঠানে পদক প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভণর জনাব ফজলে কবির। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষে এ পদক গ্রহণ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননার জন্য নির্বাচিতরা হলেন, শিক্ষায় ড. তোফায়েল আহমেদ,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ,বীর উত্তম, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, শিল্প ও বাণিজ্যে আাবুল কাশেম, ক্্রীয়ায় মো. মোশাররফ হোসেন খান। পদক প্রাপ্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার স¦রুপ দুই ভরি ওজনের র্স্বণপদক, তিন লাখ টাকা, ও ক্রেস্ট দেওয়া হয়েছে।