মো. আবদুল আউয়াল মিয়া শেখ, বাকৃবি প্রতিনিধিঃ
বিএফআরআইয়ের বার্ষিক গবেষণা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্র (বি.এফ.আর.আই.) কর্তৃক দু’দিনব্যাপী বিএফআরআইয়ের বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৭-১৮) ও গবেষণা প্রস্তাবনা (২০১৮-১৯) প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা আয়োজন করা হয়। শুক্রবার বি.এফ.আর.আই. এর সম্মেলন কক্ষে কর্মশালা উদ্বোধন করা হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্রের মহাপরিচালক ড. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ, বিশেষ অতিথি মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ শাখার উপ-পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়। প্রান্তিক কৃষকেরা মাছের সঠিকমূল্য পাচ্ছে না সেই জন্য মাছের খাদ্যর দামের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি করতে হবে। বিদেশে আমাদের দেশের মাছের বাজার সৃষ্টি করতে হবে। তাহলে পরবর্তীতে আমাদের দেশ মাছের উৎপাদনে আরো একধাপ এগিয়ে যাবে জানান ড. ইয়াহিয়া।
এতে বি.এফ.আর.আই. এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও হ্যাচারীর মালিকেরা অংশগ্রহণ করেন।