ভূট্টার পোকা মাকড় দমন করবেন যেভাবে

ভূট্টা ক্ষেতে নানা পোকা মাকড়

উত্তর দিচ্ছেন কৃষিবিদ নূরুল হুদা আল মামুনঃ

প্রশ্ন: ভুট্টা কাটুই পোকা  দমনের প্রতিকার কি?Maize Cut worm
উত্তর: এটি ভুট্টার ক্ষতিকারক পোকা। চারার গোড়া কেটে দেয়। কোন কোন ক্ষেত্রে ভুট্টার চারা গাছে মাইজ মরার লক্ষণ দেখা যায়। এদের প্রতিকার হলো আক্রাšজমিতে সেচ দিলে কাটুই পোকার কীড়া মাটির উপর উঠে আসে। তখন পোকা সংগ্রহ করে মেরে ফেলা সহজ হবে। পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা। বিষটোপ ব্যবহার করা। দানাদার বালাইনাশক হেক্টর প্রতি কার্বোপূরান ৫জি ১০ কেজি, ডায়াজিনন ১০জি ১৬.৮ কেজি শেষ চাষে ব্যবহার করা। এ পোকার আক্রমণ বেশী হলে ডার্সবান বা পাইরিফস ৫ মিলি প্রতি লিটার পানি দিয়ে শিশিয়ে স্প্রে করা।

প্রশ্ন: ভুট্টার জাব পোকা দমনের প্রতিকার কি?
উত্তর: রবি মৌসুমে এ পোকার আক্রমণ দেখা যায়। ভুট্টাগাছে চাসেল আসার সময় পোকার আক্রমণ বেশী হয়। জাব পোকার আক্রমণে গুটি মোন্ড ছত্রাক বৃদ্ধির ফলে পাতা কালো হয়। এদের প্রতিকার হলো জাব পোকা আক্রান্ত পাতা ও টাসেল কেটে সংগ্রহ করে পুড়ে ফেলা। জৈব কীটনাশক ব্যবহার করা (নিমবিসিডিন)। আক্রমণ বেশী হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যেমনঃ এসাটাফ, সাইপারমেথ্রিন (রিপকর্ড), ডায়মেথোয়েট (টাফগর), স্যালথিয়ন, এডমায়ার, টিডো ইত্যাদি।
প্রশ্ন: ভুট্টার কান্ডের মাজরা পোকা দমনের প্রতিকার কি?
উত্তর: পোকার আক্রমণে মরা মাইজ দেখা যায় যা মধ্য পাতা হালকা ভাবে টান দিলে সহজেই উঠে আসে। এদেও প্রতিকার হলো ক্ষেত পরিস্কার/পরিছন্ন রাখা। আক্রমণ বেশী হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। যেমন কার্বোফুরান, ডায়াজিনন, মার্শাল, সুমিথিয়ন ইত্যাদি।

প্রশ্ন: ভুট্টার মোচার পোকা দমনের প্রতিকার কি?
উত্তর: উভয় মৌসুমেই এ পোকার আক্রমণ দেখা যায়। স্ত্রীমথ মোচার সিল্কগুলিতে ডিম পাড়ে। ডিম থেকে কীড়া বের হয়ে মোচার কচি দানা খেয়ে নষ্ট করে। প্রতিকার হলো আক্রাšক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা। টাসেলের কাজ শেষ হলে কেটে পুড়িয়ে ফেলা। প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা। বালাইনাশক ব্যবহার না করে আক্রান্ত মোচা নষ্ট করে ফেলা।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *