পবিপ্রবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত মতবিনিময়

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত মতবিনিময়
মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল বুধবার সকাল ১০টায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম । অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, শিক্ষার্থী রেজওয়ানা হিমেল প্রমুখ।

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত মতবিনিময়

সভা পরিচালনা করেন শিক্ষার্থী মোঃ নাজমুল আলম হৃদয়। প্রধান অতিথির বক্ত্যবে ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন জঙ্গীবাদ, সন্ত্রাস আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল। বর্তমান সরকারের দিক নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা তা অনেকাংশে দমন করতে সক্ষম হয়েছি। তিনি শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গড়তে সজাগ হবার আহবান জানান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী বলেন বর্তমান সরকার মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছে। সরকারের সুপরিকল্পিত বিচক্ষনতা ও দক্ষতার কারনে এ নির্মূল করা অনেকটা সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষাথী, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ##

মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধিঃ
তাং- ০৮.০৮.২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *