ডিপ্লোমা কৃষিবিদ জিয়াউল হক:
আউশ ধানের জাত বিনা-১৯
শেরপুরের নালিতাবাড়ীতে স্বল্প মেয়াদী, ক্ষরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল আউশ ধানের বিনা-১৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার বাতকুচি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আসাদুল্লাহ, জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর প্রকল্প পরিচালক ড. শহীদুল ইসলাম। এসময় বিনা ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বেলা দুইটার দিকে পশ্চিম সমেশ্চুড়া গ্রামে রাজস্ব খাতের অর্থায়নে ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোপিত আউশ ধানের মাঠ দিবস পালন করে উপজেলা কৃষি বিভাগ।