কৃষি সংবাদ ডেস্কঃ
আয়েশা আক্তার আঁখি এর পিএইচডি ডিগ্রি অর্জন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার (আঁখি) এ বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি থিসিসের টাইটেল ছিল “Development of Integrated Management of Tomato Fruit Borer, Helicoverpa armigera for Farmers` Practices”। অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা কাজ করেন। আয়েশা আক্তার জৈব ও ভৌত ব্যবস্থাপনায় টমেটোর ফল ছিদ্রকারী পোকা দমনের সমন্বিত উন্নত ব্যবস্থাপনা আবিস্কার করেছেন। এ ব্যবস্থায় রাসায়নিক কীটনাশক অত্যন্ত অল্প মাত্রায় ব্যবহার করা হয়।
সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ তাকে অভিনন্দন জানান । এ পর্যন্ত তার ১৪ টি গবেষণা কর্ম বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১৯৭৪ সালের ৫ জুলাই কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার উকিলপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বনামধন্য এ্যাডভোকেট নূরুল ইসলাম আহমেদ, মাতা শামসুন্নাহার ইসলাম ও স্বামী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। তিনি এক মেয়ে হিয়া ও এক ছেলে ফারাবীর গর্বিত জননী। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।