সিরাজগঞ্জ সদরের চরাঞ্চলে সূর্যমুখীর আবাদ বাড়ায় নতুন স্বপ্ন দেখছে কৃষকেরা

চরাঞ্চলে সূর্যমুখীর আবাদ বাড়ছে

কৃষি সংবাদ ডেস্কঃ

চরাঞ্চলে সূর্যমুখীর আবাদ বাড়ছে ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে প্রথম বারের মত চাষ হয়েছে অর্থকরী ফসল সূর্যমুখী। চরাঞ্চলে জেগে ওঠা পতিত জমিতে এবারে প্রথম সূর্যমুখীর চাষ শুরু করেছেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চক বয়রা গ্রামের ইউনুস আলী। তিনি নদার্ন ফ্লায়ার্স মিলের বীজ সহায়তায় এবং কৃষি বিভাগের পরামর্শে ৫ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। সূর্যমুখী এখন ফুল অবস্থা,গাছের আকারও ভাল। এমন থাকলে ভাল ফলন পাবেন বলে আশা করছেন তিনি। ইউসুফ আলী কৃষি বিভাগের এনএটিপি প্রকল্পের সিআইজি গ্রুপর একজন সদস্য।তার আবাদ দেখে সিআইজি গ্রুপের অন্যান্য সদস্যরাও আগামীতে সূর্যমুখী আবাদে আগ্রহী।যদি সূর্যমুখী বিক্রির নিশ্চয়তা ও দাম ভাল পায় তাহলে আগামীতে এ অঞ্চলে চাষ বাড়বে বলে আশা করেন এলাকার কৃষক ও কৃষি সংশ্লিস্টরা।

সূর্যমুখী আবাদ সম্পর্কে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী জানান,সূর্যমুখীর আবাদ সম্পর্কে কৃষি বিভাগ অবগত, চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা করছে। পতিত জমিতে সূর্যমুখীর আবাদ হওয়ায় এ অঞ্চলের কৃষির শস্য বিন্যাসে নতুন মাত্রা যুক্ত হবে। আগামী বছর এনএটিপি প্রকল্প হতে সূর্যমুখী চাষে সহায়তা করা হবে। তিনি আরও জানান,সূর্যমুখীতে ৪০-৪৫ ভাগ তেল থাকে।এতে উপকারী লিনোলিক এসিড আছে,ক্ষতিকারক ইরোসিক এসিড নেই।হ্নদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুব উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *