রাবি’র শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যার বিচার দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি পালন

হাবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি

 

কর্মবিরতি পালন

হাবিপ্রবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে কর্মবিরতি, কালোব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্ম বিরতি এবং দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ।
হাবিপ্রবি শিক্ষক সমিতির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.বলরাম রায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. নওশের ওয়ান, সহকারী অধ্যাপক লুৎফুল আরাফাত প্রমূখ।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ধর্মান্ধগোষ্ঠীর এরুপ অনৈসলামিক এবং নিষ্ঠুর ও পাশবিক কর্মকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ জননিরাপত্তা নিশ্চিতের দাবী জানান বক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *