হাবিপ্রবিতে’লাইভস্টক ওয়েলফেয়ার সোসাইটি’ কর্তৃক প্রাণিকে শীতবস্ত্র বিতরণ

ভোক্তারা দিশেহারা

গবাদি পশুকে শীতবস্র বিতরণহাবিপ্রবি প্রতিনিধিঃ

প্রাণিদের শীতবস্ত্র বিতরণ : শুধু মানুষ শীতে আরামে থাকবে আর গবাদী প্রাণি কষ্ট পাবে তা হবেনা।গত বছরের মত এবারো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার এন্ড রিসার্চ (BSLWR) গবাদীপ্রাণিদের শীতবস্ত্র বিতরণ করে। আজ মজ্ঞলবার সকাল ১০ টায় চাঁদগঞ্জ হাইস্কুল মাঠে প্রায় ২০০ গবাদীপ্রাণিকে শীত রক্ষার জন্য চটের বস্তা প্রদান করে।

সংগঠনের সভাপতি প্রফেসর ড এস এম হারুন উর রশিদের সসভাপতিত্বে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড ফারুক ইসলাম, প্রভাষক ডা আতিকুল হক, প্রভাষক ডা হোসনে মোবারক মিঠু, এবং হাবিপ্রবি ভেটেরিনারি ক্লিনিকের ভেটেরিনারি সার্জন ডা আসাদুজ্জামান জেমি সহ সংগঠনের অনান্য সদস্যগন এবং ছাত্রছাত্রীবৃন্দ। শেষে স্থানীয়দের শীতে গবাদীপ্রাণির পরিচর্চা নেওয়ার ব্যাপারে গুরুত্বপুর্ন পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *