হাবিপ্রবি’তে ডিজিটাল ওয়েব-সাইটের শুভ উদ্বোধন ঘোষণা

ডিজিটাল ওয়েব-সাইটের

কৃষি সংবাদ ডেস্কঃ

ডিজিটাল ওয়েব-সাইটের উদ্বোধন

আজ ১৪ মে ২০১৮ তারিখ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের তত্ত্বাবধানে একটি ডিজিটাল ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় অডিটোরিয়াম-১ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। ছাত্র নির্দেশনা ও পরামর্শ বিভাগের পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিজিটাল বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিচ্ছেন। হাবিপ্রবি পরিবারও ডিজিটালাইজেশনের দিকে সব কিছুতে এগিয়ে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, অ্যাডভাইজার, বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *