হাবিপ্রবিতে নাইটাবের প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ

হাবিপ্রবিতে নাইটাবের প্রশিক্ষণে

হাবিপ্রবিতে নাইটাবের প্রশিক্ষণেআব্দুল মান্নান,হাবিপ্রবিঃ হাবিপ্রবিতে নাইটাবের প্রশিক্ষণে :দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক অব ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পারসোনেল অ্যান্ড ইউজার সায়েন্টিস্ট অব বাংলাদেশ(নাইটাব) এর আয়োজনে ল্যাব টেকনিশিয়ানদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু.আবুল কাসেম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইটাব (NITUB) এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. বেগম রোকেয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইটাব এর কোষাধক্ষ্য  প্রফেসর ড.নিলুফার নাহার। কৃতজ্ঞতা প্রকাশক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্লানিং ও কাজ উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান ।

সহকারী প্রশাসনিক কর্মকর্তা সোহেল জামান এর সঞ্চালনায় প্রশিক্ষণ নিতে আসা ল্যাব টেকনিশিয়ানরা তাদের ৬ দিনের প্রশিক্ষণে প্রাপ্ত অভিজ্ঞতার অনুভুতি ব্যক্ত করেন ।এ সময় তাঁরা বলেন,বিগত চাকুরী জীবনে আমরা যতটুকু শিখতে পারিনি তা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখেছি ।আমরা ল্যাবের অনেক যন্ত্রপাতির সঠিক ব্যবহার জানতাম না ।অনেক সময় যন্ত্রের সামান্য কোন ত্রুটি দেখা দিলে ঠিক না পারার কারণে সেগুলো অচল বলে চালিয়ে দিয়েছি ।কিন্তু এখানে প্রশিক্ষণ গ্রহনের পর আমরা তা ঠিক করা শিখেছি ।তাদের মাধ্যমে আমাদের প্রায় ১০৫টি ইনস্ট্রুমেন্ট এখন সচল হয়েছে ।এতে করে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের কোটি টাকারও বেশি সেভ হয়েছে ।আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয় যেন প্রতিবছর একবার হলেও এই প্রশিক্ষণের ব্যবস্থা করে ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু আবুল কাসেম বলেন,তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ল্যাব টেকনিশিয়ানরা তাদের ভুল গুলো বুঝতে পেরেছে ।এতে করে ল্যাবের যন্ত্রপাতির যথোপযুক্ত ব্যবহার যেমন নিশ্চিত হবে ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান লাভ করতে পারবে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়ে থাকা অচল যন্ত্রপাতি তাদের জীবন ফিরে পাওয়াতে বাড়তি খরচ অনেকাংশে কমে যাবে ।আমি নাইটাবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের সময় দেয়ার জন্য আগামীতেও তাঁরা আমাদের পাশে থাকবে সেই প্রত্যাশা করছি । ।

উল্লেখ্য যে,উক্ত প্রশিক্ষণ কর্মশালায় হাবিপ্রবির বিভিন্ন বিভাগের ল্যাব টেকনিশয়ান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ  থেকে আগত প্রায় ১২০ জন ল্যাব টেকশিয়ান অংশ গ্রহণ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *