নিজস্ব প্রতিবেদক
হাবিপ্রবিতে ভেটেরিনারি এসোসিয়েশন
বাংলাদেশে ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর রংপুর বিভাগীয় কমিটিতে হাবিপ্রবির নির্বাচিত নেতৃবৃন্দ কে সংবধর্ণা দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট ফোরাম। বৃহস্পতিবার হাবিপ্রবির অডিটোরিয়াম ১ এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা এস এম হারুন অর রশীদ।
বিভিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. মো. হাবিবুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. এনাম সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য তার বক্তব্যে দেশ গঠনে ভেটেরিনারি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভেটেরিনারি চিকিৎসক দের বর্তমানে অনেক চাহিদা। ভেটেরিনারি অনুষদের জন্য মোবাইল হসপিটালের ব্যাপারে তিনি বলেন জনগনের হাতের নাগালে সেবা পৌঁছে দিতে ডিভিএম অনুষদের জন্য এই হসপিটাল চালু হবে।
মোবাইল হসপিটালের জন্য গাড়ি ক্রয়ের কাজ অনেকদূর এগিয়েছে বলেও জানান তিনি। এই হসপিটাল চালু হলে গরীব ও প্রান্তিক কৃষকগণের বাড়িতে যেয়ে যেয়ে গবাদি পশু পাখির সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। ভেটেরিনারি শিক্ষার উন্নয়নে ও দেশের সেবায় বিভিএ এর নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ডা মোঃ ফজলুল হক।
বিভিএ মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়নে নতুন করে অর্গানোগ্রামের বাস্তবায়নেরকোন বিকল্প নেই। এই সেক্টরে ভেটেরিনারিয়ানদের সংকট রয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবী জানাই। বিভাগীয় কমিটি করে বিভিএ কে শক্তিশালী করার মাধ্যমে ভেটেরিনারিয়ানদের অধিকার আদায় করা হবে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।