হাবিপ্রবিতে ২য় বঙ্গবন্ধু স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন

২য় বঙ্গবন্ধু স্মৃতি কাপ

বঙ্গবন্ধু স্মৃতি কাপ

গত ৮ নভেম্বর ২০২৩ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২য় বঙ্গবন্ধু স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৩ আজ থেকে শুরু হয়েছে। বিকাল ৩.৩০ ঘটিকায় এর শুভ উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ
করে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, খেলাধুলার আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপ‚র্ণ অনুষঙ্গ। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। এর পাশাপাশি
সবচেয়ে গুরুত্বপ‚র্ণ হলো নিজেকে একজন ভালো, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। এজন্য আমরা পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে থাকি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর যথেষ্ট গুরুত্ব ও উৎসাহ দিয়ে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের অধিনায়ক হিসেবে তিনি খেলেছেন। এসব থেকে আমরাও উৎসাহ পাই। পরিশেষে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের তিনি শরীরচর্চা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *