হাবিপ্রবির সান্ধ্যকালীন এমবিএ
কৃষি সংবাদ ডেস্কঃ
হাবিপ্রবির সান্ধ্যকালীন এমবিএ ঃ গত ২২ নভেম্বর ২০১৯ দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ১৩ তম ব্যাচের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ১৩১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভর্তি পরীক্ষা পরিদর্শনে ভাইস চ্যান্সেলর ছাড়াও উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদাৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. শেখ মোস্তাক আহমেদ, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ আবুল কালাম সহ অন্যান্যরা।
সান্ধ্যকালীন এমবিএ কোর্সের যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (hstu.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।
জৈব নিরাপত্তার গুরুত্ব কি