মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : হারভেস্টার ও রিপার বিতরণ
শেরপুরের নকলায় খামার যান্ত্রীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা হিসেবে ৫০% ভর্তুকি মূল্যে ৪ কৃষকের মাঝে ১টি মিনি কম্বাইন হারভেস্টার ও ৩টি রিপার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ওইসব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত কম্বাইন হারভেস্টার ও রিপার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মী ও কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠিত
শেরপুরের নকলায় রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভূট্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বানেশ্বরদী ব্লকে স্থানীয় চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত মাঠ দিবসের আলোচনা সভায় দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।